"নমো আহার" এর উদ্যোগ খড়গপুরের বিজেপির প্রার্থী তথা টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের

 


জোনাকি ব্যানার্জী, খড়গপুরঃ করোনা মোকাবিলায় কোমর বেঁধে কাজে নেমে পড়েছে টলিপাড়ার তারকা রাজনীতিবিদরা। কোভিড পরিস্থিতি সামাল দিতে নিজেদের সাধ্যমত অবিরাম চেষ্টায় এই টলি-নেতারা। রাজ চক্রবর্তী,জুন মালিয়া এবং দেব এদের সাথে পায়ে পা মিলিয়ে এবার "নমো আহার" এর উদ্যোগ খড়গপুরের বিজেপির প্রার্থী তথা টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের।

খড়গপুর সদরের যেসব মানুষরা আর্থিকভাবে পিছিয়ে এবং যাদের পক্ষে নিজেদের পেট চালানোর মত আয় প্রায় বন্ধ বললেই চলে তাদের জন্য এই অভিনেতা-বিধায়কের নয়া উদ্যোগ। এর আগেও কোভিড মোকাবিলায়, কুইক রেসপন্স টিম চালু করে হেলপ্লাইন নম্বরের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য টিম তৈরি করেছিলেন তিনি। এবারের উদ্যোগ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার।

খড়গপুর সদরের এলাকার মানুষদের জন্য এই নব উদ্যোগ।তার এই উদ্যোগে সাড়া দিয়েছেন প্রচুর মানুষ। রাস্তায় খাবারের লাইন ছিল চোখে পড়ার মতো। করোনা কে তোয়াক্কা না করে সব বিধি-নিষেধ মেনে তিনিও নেমেছেন করণা মোকাবিলার ময়দানে। নিজের হাতেই খাবার তুলে দিচ্ছেন মানুষের হাতে। রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে তাকে নিয়ে বিভিন্ন রকম চর্চা থাকলেও সব চর্চার জবাব দিয়ে মানুষের পাশে এই বিজেপির বিধায়ক তথা অভিনেতা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো