করোনা সংক্রমনে দেশজুড়ে ভয়াবহ বাতাবরণে নতুন উপদ্রব কৃষ্ণ ছত্রাক , রাজ্য জুড়ে আগাম সতর্কতা
অনন্যা ঘোষ : দেশজুড়ে করোনা দ্বিতীয় ঢেউ য়ে মানুষ যখন জেরবার তখন মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো শিরে সংক্রান্তি কৃষ্ণ ফাংগাসের উপদ্রব । ওড়িশায় এর মধ্যেই ব্ল্যাক ফাংগাস মহামারীর আকার ধারণ করেছে। মানুষের আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । এরই মধ্যে এই রাজ্যের কয়েকজন এই সংক্রমনে আক্রান্ত যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন । এই পরিস্থিতিতে রাজ্যে স্ট্রং লকডাউন জারি করা হয়েছে । এবং স্বাস্থ্য মন্ত্রককে যুদ্ধকালীন তৎপরতার কাজ করবার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ।
সাধারণত যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন , তাদের ক্ষেত্রে স্টেরয়েড প্রয়োগ করার কারণে অনেকে ব্ল্যাক ফাংগাসের শিকার হচ্ছেন বলে চিকিৎসক মহলের ধারণা ।এই সংক্রমণে করোনার মতো উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে । জ্বর জ্বর ভাব , বমি বমি ভাব, চোখের পাশে কালচে ভাব , মাড়ি ফোলা প্রভৃতির সাথে নাক ও চোখ দিয়ে কালচে জল গড়ানো এর অন্যতম উপসর্গ বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। তাই উপসর্গ দেখা দিলেই তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।এই সঙ্কটকালে ওড়িশা ও ঝাড়খণ্ড লাগোয়া এই রাজ্যের পাঁচ জেলাকে সতর্ক থাকতে পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের । প্রয়োজনে ব্ল্যাক ফাংগাস সংক্রমন প্রতিরোধের জন্য বিভিন্ন রাজ্যের অন্তর্বতী সীমান্ত সাময়িক ভাবে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার ।
Comments
Post a Comment