করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন শিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়

 

গোপাল দেবনাথ, কলকাতা: নিজের মতো করে এই অতিমারির সময়ে মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করে বাড়ি থেকে রান্না করে করোনা আক্রান্তদের পাঠাচ্ছেন  বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়।এই কঠিন সময়ে মানুষের পাশে এসে দাঁড়ানোটাই কর্তব্য মনে করেন শিল্পী। পন্চকবির গান এবং বাংলা নাটকের গানের জন্য বিশেষ ভাবে পরিচিত ঋদ্ধি বন্দোপাধ্যায়।তিনি জানালেন," গত তিন-চার সপ্তাহ ধরে করোনা আক্রান্ত চোদ্দো-পনেরো জনকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি নিজে রান্না করে।ফেসবুকে সংবেদ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জানতে পারলাম এমন কিছু পরিবারের কথা যাঁদের এই সহযোগিতা বিশেষ ভাবে প্রয়োজন রয়েছে।তাই নিজেই রান্না করছি,এতে মনের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না।এই কাজ আপাতত চালিয়ে যাবো বলেই ঠিক করেছি।এটা সম্পূর্ণ সেল্ফ ফান্ডিংয়েই করছি।" তিনি আরো বললেন,"অনুষ্ঠান এখন সবই অনলাইন, পাশাপাশি ক্লাসও থাকে।কিন্তু মনে হচ্ছিল মানুষের জন্যও কিছু করি।যেটুকু আমার সাধ্যের মধ্যে হচ্ছে নিজের মতো করে চেষ্টা করলাম।অনলাইন অ্যাপে খাবার ডেলিভারি সার্ভিসের মাধ্যমে খাওয়ার পাঠিয়ে দিচ্ছি। "

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক