ভারতের জাতীয় পতাকা-কে অবমাননার অভিযােগ উঠলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-এর বিরুদ্ধে!


সৌমিক সান্যাল, বিশেষ প্রতিবেদন, সম্পাদকীয়ঃ ভারতের জাতীয় পতাকা-কে অবমাননার অভিযােগ উঠলো  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-এর বিরুদ্ধে! "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জাতীয় পতাকাকে শুধুমাত্র  ঘর সাজানাের জন্য ব্যবহার করছেন" অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে এমনই অভিযােগ  করে বসলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল। শুক্রবার একটি ভিডিও কনফারেন্সে জাতীয় পতাকার কেবল সবুজ অংশটিকেই বড় করে দেখানাে হয় এবং মাঝের সাদা অংশটিকে ছােট করে দেখানাে হয়। এ বিষয় প্রহ্লাদ পটেল বলেন, “মুখ্যমন্ত্রী কেজরীওয়াল যখনই বৈঠক করেন, তখনই আমার নজর ওনার চেয়ারের পিছনে রাখা জাতীয় পতাকার দিকে চলে যায়। প্রতিবারই দেখা যায় যে জাতীয় পতাকার মাঝের অংশটি সবুজ অংশে ঢাকা পড়ে গিয়েছে। এটি সম্পূর্ণ আইনবিরুদ্ধ ও জাতীয় পতাকার প্রতি অবমাননাকর।" মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের কাছে চিঠি লিখেছেন তিনি। যদিও এ বিষয়ে মুখ খােলেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো