কবি নজরুল

কলমে  -  সন্দীপ চক্রবর্ত্তী 


বিদ্রোহী কবি নাম ছিলো তাঁর 

ভুলতে কি কেউ পারি? 

চুরুলিয়া থেকে সেই দুখু মিঞা 

মিলনের কারবারী । 


চায়ের দোকানে গ্লাস ধুতে ধুতে

মুখে মুখে শুরু পদ্য

সবার হৃদয়ে ছাপা হয়ে গেল

নাটক ছড়া ও গদ্য।


লেটোর দলের পালাগানটাও

ছিল তাঁর ভালো রপ্ত

নিপীড়িত যত সর্বহারারা

হয়েছিল তাঁর ভক্ত।


স্বাধীনতা সংগ্রামে সামনে থেকে

কলমের সাথে সন্ধি 

রাজদ্রোহের শাস্তি  মাথায় নিয়ে

কিছুদিন জেলে বন্দি।


হিন্দু-মুসলমান মিলনী ছিলো তাঁর 

সারা জীবনের সাধনা

দিকে দিকে গেয়ে সাম্যবাদের গান 

সয়েছে শতেক যাতনা।


মানব সেবায় সাহিত্য সাধনায়

আমরা তোমায় নমি 

আজ কবি নজরুল জন্মদিনে

তোমার চরণ চুমি ।


আজ বীর বিপ্লবী,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ও বিপ্লবীদের বিপ্লবী রাসবিহারী বসুর জন্মজয়ন্তী দুই প্রণম্য বীর বিপ্লবী কে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম.......

সন্দীপ চক্রবর্ত্তী

ব্যবত্তারহাট 🌼নন্দকুমার 🌼পূর্ব মেদিনীপুর


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো