যশ মোকাবিলায় কামারহাটি পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হলো

 


নিজস্ব প্রতিবেদন, কামারহাটিঃ  রাজ্যের ওপর ধেয়ে আসছে যশ। আগামীকাল থেকে প্রবল আকারে বাংলার ওপর আছড়ে পড়তে চলেছে যশ। আবহাওয়া সূত্রের খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিন্মচাপ সৃষ্টি হয়েছে ব্যাপক আকারে। যা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে আগামীকাল আসছে যশ। তার জেরে সোমবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়াও। ২৫ মে থেকে শুরু হবে বৃষ্টি। ২৬ মে থেকে শুরু হবে ভারী বৃষ্টি। ২৫ মে ৭০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। তার জেরে বাড়তি সতর্কতা মানতে তৎপর কামারহাটি পৌরসভা।

প্রাকৃতিক বিপর্যয় এড়াতে যশের সাথে মোকাবিলায় কামারহাটি পৌরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কামারহাটিবাসীদের সুবিদার্থে দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। যশের প্রভাবে সমস্যায় পড়লে সাহায্যের জন্যে সারাক্ষণ খোলা থাকবে এই দুটি নম্বর - ০৩৩২৫৬৪৮৬৪৬ / ০৩৩২৫৬৪৮৯৫৮০


Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের