কষে কষার জবর থালি সত্যজিৎ জন্মশতবার্ষিকীতে
নিজস্ব প্রতিবেদনঃ "কোরমা, কালিয়া,পোলাও জলদি লাও!" গানেই ছিল খাওয়ার কথা,ভূতের রাজার তিন জবর বরের মধ্যেও ছিল যেমন খুশি খেতে পারার কথা।সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতার বিশেষ পরিচিত ফুড চেইন 'কষে কষা' নিয়ে এল থালিতে "মহারাজা তোমারে সেলাম" এর বিশেষ এক আয়োজন। ঊনিশটা হরেক রকম থালির নামকরনে সত্যজিতের ছবির উপস্থিতি যেন সেই বাঙালিয়ানারই সেলিব্রেশন।পথের পাঁচালী, দেবী, মহানগর, নায়ক থেকে শুরু করে ,জলসাঘর, পরশপাথর,চারুলতা,অপুর সংসার থালিতে থাকছে হরেক আমিষ,নিরামিষ পদের আয়োজন।করোনাকালে যেহেতু বসে খাওয়ার সমস্যা তাই আগামী ৯ মে থেকে ৩১ মে সুইগি,জোমাটো,হোম ডেলিভারি,টেক অ্যাওয়েতে নিয়ে নিতে পারেন এই বিশেষ থালির সম্ভার।অরুণাভ দাস শর্মা, অরুণিমা পাল,ডাইরেক্টর,কষে কষা,বললেন," বাঙালিকে বিশ্ব মানচিত্রে যেকজন নিয়ে গেছেন তাঁদের মধ্যে সত্যজিৎ অন্যতম।এখনকার এই মহামারীর পরিস্থিতিতে দাঁড়িয়েও ওঁর মতো বাংলা তথা বাঙালির গর্বের মানুষটার জন্মশতবার্ষিকীতে কিছুই করতে পারবোনা সেটা ঠিক মেনে নেওয়া যাচ্ছিলনা।সেই থেকেই এই ভাবনা।আগামী ৯ মে থেকে অনলাইন অর্ডারে ঘরে বসেই খেতে পারেন এই বিশেষ থালির সম্ভার।" বরুণ চন্দ সত্যজিতের সীমাবদ্ধ ছবির নায়ক এই আয়োজন নিয়ে বললেন,"গত একবছর করোনার জন্য ওঁর জন্মশতবার্ষিকীটা তেমন ভাবে পালন করা গেলনা।কিন্তু কষে কষা বাঙালি খাওয়ারের এক ভীষণ পরিচিত রেস্তরাঁ রসনার তৃপ্তিতে সত্যজিৎকে স্মরণ করছেন,ওঁদের অনেক শুভেচ্ছা জানাই।"
Comments
Post a Comment