ঘাস ফুলের সমাহার কলকাতায় ,পদ্ম ফোটার সম্ভাবনা কেবল জোড়াসাঁকোতেই
দেবযানী ভট্টাচার্য্য: মহারণের চুড়ান্ত মুহূর্তে আগত। বেলা গড়াতেই স্পষ্ট ট্রেন্ড। ফের মহানগর ঢাকতে চলেছে সবুজ আবিরে। মা-মাটি-মানুষেই আস্থা রাখছে কলকাতা, ভোটের প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট কলকাতাতে সুরক্ষিত ঘাসফুল উদ্যান। মহানগরের হেভিওয়েট লড়াই। ১১ আসনের মধ্যে ১০ আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। একটিতে এখনও লিড ধরে রেখেছে পদ্মশিবির।
মহানগরের সবচেয়ে আলোচিত কেন্দ্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে ২২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। পিছনে ফেলেছেন ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া গেরুয়া শিবিরের তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ।
বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী তিনি। প্রথম কয়েক রাউন্ডে এগিয়ে থাকার পরও তারকা প্রার্থী বাবুল সু্প্রিয়কে পিছনে ফেলে এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন টালিগঞ্জের তৃণমূলপ্রার্থী অরূপ বিশ্বাস। এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। বালিগঞ্জে প্রায় ২৩ হাজারেরও বেশি এগিয়ে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। বেলগাছিয়া-কাশীপুর কেন্দ্রে ৯৩৮৯ ভোটে এগিয়ে অতীন ঘোষ।
লোকসভা ভোটের ফল অনুযায়ী পিছিয়ে ছিল রাসবিহারী আসনে তৃণমূল কংগ্রেস। সেই হিসেবে বিধানসভায় পুরপিতা দেবাশীষ কুমারের লড়াইটা ছিল কঠিন। কিন্তু হিসেবে উল্টে বিধানসভায় ফল বলছে অন্য কথা। প্রায় ১২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে দেবাশীষ কুমার। সাধন পাণ্ডের রেকর্ড অক্ষুন্ন। মানিকতলায় এগিয়ে আটবারের জয়ী সাধন পাণ্ডে। চৌরঙ্গী কেন্দ্রে ৮৮২৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় । শ্যামপুকুরে এগিয়ে বিদায়ী মন্ত্রী শশী পাঁজা।
এই মহানগরে সবুজ ঝড়ের মাঝে একমাত্র অন্য হাওয়া বইছে জোড়াসাঁকো কেন্দ্রে। BJP প্রার্থী মীনা দেবী পুরোহিত এগিয়ে ২৫৩৭ ভোটে। কলকাতার ১১ কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত একমাত্র এই কেন্দ্রেই উজ্জ্বল পদ্মের সম্ভাবনা। তবে এখনও বেশ কয়েক রাউন্ডের গণনা বাকি। শেষ অবধি কোন রঙে নিজেকে রাঙিয়ে নেবে মহানগর তা জানতে আরও কয়েক রাউন্ড গণনা শেষের অপেক্ষা
Comments
Post a Comment