১০৯ কোটি টাকা আর্থিক দূর্নীতির অভিযোগ উঠলো পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে

 


নিউজ ডেস্ক: এতদিন মন্ত্রীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক দুর্নীতির অভিযোগ আমরা বরাবর শুনে এসেছি। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করলো শিবসেনার মুখপাত্র "সামলাতে"।   কয়েকশাে কোটি টাকার দুর্নীতিতে অভিযােগ উঠল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে। শিবসেনার মুখপত্র সামনাতে দাবি করা হয়েছে, ইন্ডিয়ান মিউজিয়ামের জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই টাকা শেষ হয়ে গেলেও মিউজিয়ামের কোনও কাজ হয়নি। তাহলে কোন খাতে এত টাকা ব্যয় হল? সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না মিউজিয়ামের কর্তারা। অডিট রিপাের্টে বিষয়টি একরকম স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজ্যপাল মিউজিয়ামের ট্রাস্টি বাের্ডের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে কোনও তদন্তের নির্দেশ দেননি জগদীপ ধনখড়। গােটা ঘটনাটাই তিনি বেমালুম চেপে গিয়েছেন। সামনায় আরও দাবি করা হয়েছে, রাজ্যপাল নিজে এই আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত আছেন। তাই তিনি তদন্ত না করে অন্যান্য দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। ফল স্বরূপ পশ্চিমবঙ্গ রাজ্য পাল ধনকরের পদত্যাগ দাবি করেছে শিবসেনা।


এশিয়ার প্রাচীনতম এবং ভারতের বৃহত্তম ভারতীয় জাদুঘর নামে পরিচিত এটির নকশার কারণে সারা বিশ্বে বিখ্যাত। তবে জাদুঘরের ঐতিহাসিক ঐতিহ্য ধীরে ধীরে যাদুর মতো অদৃশ্য হয়ে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো