দলবদলুদের ঘরে ফেরার আবেদনের সুরের কাটা ঘায়, নুন ছেটালো দেবাংশু
সৌমিক সান্যাল, বিশেষ প্রতিবেদন: দলবদলুদের ঘরে ফেরার আবেদনের সুরের কাটা ঘায়, নুন ছেটালো দেবাংশু!! সোশ্যাল মিডিয়ায় "ফর্ম" ছেড়ে কটাক্ষ পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু!! তাতে লেখা "সুর ফিরে পেতে চাওয়া বেসুরো ব্যক্তিরা এই ফর্ম ডাউনলোড করে, ফিলাপ করে, উল্লিখিত ঠিকানায় যমা দিন"। এই ফর্মের নাম 'বেসুরো স্বীকারোক্তি ফর্ম। ফর্ম টি দেবাংশু ভট্টাচার্যর উপস্থাপনা ও জমা দেওয়ার স্থান নিজের বিবেক! এই ফর্ম ছেড়েই দল বদলুদের মোক্ষম জবাব দিলেন দেবাংশু। তাহলে কি ? এই দল বদলুদের স্বীকার করতে চলেছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস ? কি হবে এই হেবি ওয়েট ও নন হেবি ওয়েট দল বদলুদের ভবিষ্যৎ ? তাহলে ভারতীয় জনতা পার্টিও এদের ত্যাগ করলো!
Comments
Post a Comment