করোনায় মারা গেলেন সাংবাদিক অনুপ ধর
সুব্রত রায়, কলকাতাঃ চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক অনুপ ধর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। বৃহস্পতিবার রাত আটটায় আর এন টেগোর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বুধবার রাতে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেটরে দেন। তবে শেষ রক্ষা হল না।
কর্মজীবনে যুগান্তর, সংবাদ প্রতিদিন, বিশেষ প্রতিবেদন, প্রাত্যহিক সংবাদ, সিগনাস মিডিয়া, নিউজ বাংলা, সংবাদ নজর প্রভৃতি পত্রিকায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। নিউজ বাংলা এবং সংবাদ নজরে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি দীর্ঘদিন তিনি তদন্তধর্মী টেলিভিশন সাংবাদিকতা করেন। জনপ্রিয় 'কড়া নজর'- প্রোগ্রামের পরিচালক ছিলেন তিনি। 'তারা নিউজ' চ্যানেলে এটি টেলিকাস্ট হতো। সহকর্মীদের সঙ্গে অমায়িক ব্যবহার ছিল তাঁর। বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে যারা কাজ করছেন, তাঁদের মধ্যে অনেকেরই সাংবাদিকতার পথচলা শুরু হয় তাঁর হাত ধরে। স্ত্রী ও এক কন্যাকে রেখে গেলেন তিনি।
Comments
Post a Comment