জামিন মঞ্জুর ফিরহাদ-শোভন-সুব্রত-মদনের, হাউস অয়ারেস্টের নির্দেশ হাইকোর্টের

 


নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ  নারদা মামলায় আটক চার হেভিওয়েটের জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। আপাতত জেল হেফাজত ছেড়ে হাউস অ্যারেস্টে থাকার নির্দেশ আদালতের। যতদিন না পর্যন্ত নতুন বেঞ্চ গঠন হবে ততদিন গৃহবন্দি থাকার নির্দেশ চার হেভিওয়েটকে। 


নারদা মামলার জেরে রাজ্যের তিন মন্ত্রী সহ এক বিধায়ককে আটক করে সিবিআই। ফিরহাদ-শোভন-সুব্রত-মদনকে গ্রেফতার করার প্রতিবাদে গোটা রাজ্যের তৃনমূল কংগ্রেসের কর্মীরা সোচ্চার হয়ে উঠেছিলেন। তারপর দফায় দফায় শুনানি। আজ ফের হাইকোর্টে নারদা মামলার শুনানি হয়। চার নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি । তবে জামিনের বিরোধিতা করেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি। এই নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে আদালতে। তবে আপাতত জেল হেফাজতে ফিরহাদ-শোভন-সুব্রত-মদনকে থাকতে হবে না। এখন নতুন বেঞ্চ গঠন হওইয়া পর্যন্ত তারা থাকবেন গৃহবন্দি অবস্থাতেই।   

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক