ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো অনির্বাণ বিশ্বাস

 


গোপাল দেবনাথ,পূর্ব মেদিনীপুর:  স্কাড সোসাইটি ও ক্লাস আই কিউ এর যৌথ উদ্যোগে অনির্বাণ বিশ্বাসের নেতৃত্বে বেঁচে থাকার রসদ পৌঁছে দেওয়া হয় সাইক্লোন বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায়। ঘরবাড়িহীন, নিঃশ্ব দুস্ত পরিবারের মানুষদের সাহায্যের জন্যে সরব হলেন স্কাড সোসাইটি ও ক্লাস আই কিউ এর সদস্যরা। তারা নিজেদের প্রচেষ্ঠায় যশ সাইক্লোন বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় কিছু ত্রান সামগ্রী পৌঁছে দেন। 


 রাজ্যজুড়ে অতিমারী চলাকালীন সময়েই আমাদের রাজ্যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে উড়িষ্যার সাথে সাথে যশ সুপার সাইক্লোন তছনছ করে দিয়েছে। সাধারণ মানুষের বেঁচে থাকার নূন্যতম পরিকাঠামো জলের তলায় চলে গেছে। এই প্রসঙ্গে চিত্র পরিচালক তথা সমাজকর্মী শতরূপা সান্যাল বলেন, যশ সাইক্লোন বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় (কন্ঠিবাড়ি, বজবজিয়া, মুকুটশিলা, দক্ষিণ কলমদানি) আজ আমাদের স্কাড সোসাইটি ও ক্লাস আই কিউ এর যৌথ উদ্যোগে, অনির্বাণ বিশ্বাসের নেতৃত্বে, পৌঁছে দেওয়া হল বেঁচে থাকার রসদ ত্রিপল, চিঁড়ে, মুড়ি, বাতাসা, বিস্কুট, পানীয় জল, ORS সহ কিছু জামাকাপড়। স্বেচ্ছাসেবকরা বলেন, ঐ জায়গাগুলো এতটাই বিধ্বস্ত যে, অবিলম্বে আরো ত্রাণ পাঠানো খুবই দরকার। যারা দুর্গত সহনাগরিকদের পাশে দাঁড়াতে চান, সাহায্য পাঠাতে চান, সে যে রকমই হোক, আমাদের সংস্থাকে জানাবেন। আমরা আপনাদের দেওয়া যে কোন সাহায্য দুর্গত সহনাগরিকদের কাছে দ্রুত পৌঁছে দেবো। রাজ্যবাসীদের কাছে আবেদন করেন উদ্যোক্তারা। 

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের