"একটু শ্বাসের আশ্বাস" এক অভিনব প্রয়াস জয়রামপুর বটতলা পূজা কমিটির



সমীরণ দাস, কলকাতা: করোনা দ্বিতীয় পর্যায় বহু মানুষ মারা গেছেন অক্সিজেনের অভাবে। দেশের মধ্যে শুরু হয়েছে অক্সিজেনের আতঙ্ক। আর এই আতঙ্কের থেকে মুক্তি পেতে বাংলার বিভিন্ন স্থানে তৈরী হয়েছে অক্সিজেন পার্লার। প্রয়োজনে মানুষ এই পার্লারে গিয়ে নিতে পারেন অক্সিজেনের সুবিধা। অক্সিজেনের অভাবে স্বজন বিয়োগের ব্যথা বুকে নিয়ে তৈরি হয়েছে "একটু শ্বাসের আশ্বাস"। বেহালা জয়রামপুর বটতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি চালু করেছেন অক্সিজেন পরিষেবা। ইতিমধ্যে বহু মানুষ উপকৃত এই পরিষেবা পেয়ে। যেখানে রেড ভলেন্টিয়ার্সদের নাম আমরা বহুবার দেখেছি কিন্তু নি:শব্দে একটি সার্বজনীন পূজা কমিটি বিনোদনের কথা বাদ দিয়ে সেবা দিয়ে চলেছেন। রান্না করা খাবার বহু প্রতিষ্ঠান দিচ্ছেন কিন্তু "একটু শ্বাসের আশ্বাস" দিচ্ছেন এইপুজা কমিটি দীপাঞ্জন সেনগুপ্তের নেতৃত্বে। ভুলু, সমীর , সাবা, কার্তিক এক ডাকে হাজির হচ্ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ীতে বাড়ীতে।এলাকার মানুষ খুশী এই পরিষেবা পেয়ে।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক