বিনামূল্যে আরও একটি ২৪ ঘন্টার অক্সিজেন পার্লার বেহালাতে
সমীরণ দাস, কলকাতা :বেহালায় করোনা প্রথম পর্যায়ে প্রভাব দ্বিতীয় বারের তুলনায় ছিলো অনেক কম। দ্বিতীয় পর্যায়ে অক্সিজেনের অভাবে মৃত্যু এক আতঙ্কের সৃষ্টি করে জনমানসে। এই সংকট থেকে মুক্তি পেতে l বেহালার ১২৯ ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে শুরু হলো ২৪ঘন্টার জন্য চার শয্যার অক্সিজেন পার্লার সম্পূর্ন বিনামূল্যে। চারজন বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং প্রশিক্ষিত নার্সদের তত্বাবধানে এই অক্সিজেন পার্লার চালু হয়েছে ক্লাব প্রাঙ্গণে।
অরবিন্দ পল্লী ক্লাবের সাথে এই প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মোট ছয়টি স্বেচ্ছাসেবী সংঘটন। আরও একবার সমাজসেবী বেহালার মানুষের মুখ ভেসে উঠলো এই প্রচেষ্টার মাধ্যমে।
Comments
Post a Comment